নিউজ ডেস্কঃ অনলাইন নিউজ পোর্টাল “ভয়েস অব বরিশাল “. কম এ গত ২৬ ই মার্চ নগরীর নথুল্লাবাদ বাসস্টান থেকে চাঁদা আদায়!নামে শিরোনামে প্রকাশিত সংবাদ টি আমার দৃষ্টিগোচর হয়েছে.সংবাদ টি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট.এবং উদ্দেশ্য প্রনীত তাই সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমাকে উদ্দেশ্যপ্রনিত ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদ দাতাকে মিথ্যা তথ্য দিয়েছে। আমি একজন সিনজি এর মালীক ও চালক।ঐদিন আমার নিজের গাড়ী অন্য চালক কে বদলী দেই এমন সময় পুলিশ এসে আমাকে করোনা সচেতনতার জন্য মাস্ক ব্যবহার করতে বলে এই সময় ছবি তুলে তারা আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে।
তাই আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
মো. জাহাঙ্গীর হোসেন
মালিক ও চালক, সিএনজি
কাশিপুর, বরিশাল