ময়মনসিংহ প্রতিনিধিঃ গণ জমায়েত ঠেকাতে এবার লাঠি হাতে সাঁড়াশি অভিযানে নেমেছেন ময়মনসিংহের নান্দাইলের ইউএনও ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম সুজন।
প্রকাশিত গণবিজ্ঞপ্তি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন হাট বাজারে চা দোকান হোস্টেল সহ অপ্রয়োজনীয় দোকান পাট খোলা হয়। এতে করে বিভিন্ন স্থানে গণ-জমায়েতসহ ঝটলা তৈরি হয়।
সাধারণ মানুষের এমন আইন ভাঙার প্রবণতা রুখতে সাঁড়াশি অভিযানে নামে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানে নেতৃত্ব দেন ইউ এন ও আব্দুর রহিম সুজন, সঙ্গে ছিলেন সহকারী কমিশনার মাহমুদা আক্তার।
গত সোমবার একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার চা স্টলসহ সব প্রকার গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এ সময় নান্দাইল উপজেলা সদর বাজার, চন্ডীপাশা নতুন বাজার, পুরাতন বাসস্ট্যান্ড, উপজেলা হাসপাতাল এলাকা ও আচারগাঁও জলসিড়ি বাসস্ট্যান্ড বাকছান্দা বাজার, হেমগঞ্জ বাজার সহ বিভিন্ন হাটবাজারে অভিযান চালানো হয়।
এ সময় মাইকিং করে সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, পরবর্তীতে কেউ আইন ভঙ করলে জেল জরিমানা করা হবে।
ইউএনও সুজন বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের অভিযান চলমান থাকবে।