টাঙ্গাইল প্রতিনিধি:করোনাভাইরাস মোকাবিলায় জনসমাগম এড়ানোর নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। সে নিষেধাজ্ঞা ভেঙে বাড়িতে আকিকার অনুষ্ঠান করেছেন এক ইউপি সদস্য।
রোববার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউপির যৌতুকী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার ইউপি সদস্য আমিনুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে অনুষ্ঠান করতে নিষেধ করেছিলেন ইউএনও। কিন্তু সে নিষেধাজ্ঞা অমান্য করে আকিকার আয়োজন করেন তিনি। পরে অতিথিদের বাড়ি থেকে বের করে দেয়া হয়। একইসঙ্গে তাকে জরিমানা করা হয়।
ইউএনও শামসুন নাহার স্বপ্না জানান, ওই ইউপি সদস্য প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আকিকার আয়োজন করেছেন। বাড়িতে অভিযান চালানোর সময় তিনি পলাতক ছিলেন। পরে তার এক আত্মীয় ও বাবুর্চিকে আটক করা হয়। এরপর তিনি উপজেলা প্রশাসনের কার্যালয়ে গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।