নিজস্ব প্রতিনিধি :বরিশাল শহরে কাউনিয়া বিসিক এলাকায় ব্যক্তি মালিকানাধীন সু কোম্পানির বাসচাপায় আল আমিন নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে নিহত ব্যক্তির শিশু মেয়ে। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৫ জুলাই) রাত ১০টার দিকে।
এই ঘটনায় সংশ্লিষ্ট কাউনিয়া থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও পালিয়ে যেতে সক্ষম হয়েছেন চালক।
নিহত আল আমিন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানিয়েছেন- পেশায় দিনমজুর আল আমিন মেয়ে সাথে নিয়ে সড়কের পাশে অপেক্ষা করছিলেন। ওই সময় সু কোম্পানি থেকে শ্রমিকদের নিয়ে বেরিয়ে যাওয়ার প্রাক্কালে বেপরোয়া গতির বাসটি দিনমজুরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং গুরুতর আহত হয়।
তবে ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।’’