মোঃ শাহিনুর রহমান ডিমলা প্রতিনিধি ঃ নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলে ১৭ মার্চ সকাল থেকে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে ডিমলা উপজেলায় বিভিন্ন সরকারি,বে-সরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কিন্তু সকাল ৯ টায় জাতীয় পতাকা অবমাননা কর অবস্থায় উত্তোলন মানুষের নজরে পড়ল আজিজ কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড, ডিমলা শাখার জাতীয় পতাকা উত্তোলনে। যাথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় নি উক্ত ব্যাংকে। গাফিলতির কারণে এমন ভাবে অমর্যাদাকর অবস্থায় বঙ্গবন্ধুর জন্মদিনে সাধারন ছুটির ঘোষণা থাকলেও জাতীয় পতাকা সোজা দাড়িয়ে না রেখে হেলে উত্তোলন করা হয়, যা ছবি দেখলেই পরিস্কার বুঝা যায়। নামে মাত্র ছোট একটি বাঁশের লাঠি দিয়ে ব্যাংকের জানালার গ্রিলে হেলে উত্তোলন করে জাতীয় পতাকা। জাতীয় পতাকা অমর্যাদা এবং সরকারের নিয়ম অনুযায়ী সোজা উত্তোলন না করে এসিসিএফ ব্যাংক সরাসরি জাতীয় পতাকা উত্তোলনের বিধি-বিধান লঙ্ঘন করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে এলাকাবাসী। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ডিমলা বাসী। এ বিষয়ে আজিজ কো-অপারেটিভ ব্যাংক ডিমলা শাখার ম্যানেজার ইব্রাহিম হোসেনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমি একটু বাইরে আছি বিষয়টি খোজ নিয়ে দেখছি বলে ফোনটি রেখে দেন।