গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় ট্রাফিক পুলিশকে থাপ্পড় দেয়াই যেন কাল হলো নারী কাউন্সিলর রুহুন নেছা রুনার। গ্রেফতারের পর এবার যেতে হলো কারাগারে।
রোববার দুপুরে রুনাকে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর বিচারক মো. হামিদুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জিএমপি’র সহকারী কমিশনার (প্রসিকিউশন) এ.কে.এম আহসান হাবীব জানান, ওই নারী কাউন্সিলরের পক্ষে কোনো জামিন আবেদন না থাকায় বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ মামলার পরবর্তী তারিখ ১৫ এপ্রিল।
শনিবার দুপুরে উল্টোপথে গাড়ি নিয়ে আসায় কাউন্সিলর রুহুন নেছা রুনাকে বাঁধা দেন ট্রাফিক কনস্টেবল আশিকুর। ওই সময় তাকে থাপ্পড় দেন রুনা। পরে তাকে গ্রেফতার করা হয়। সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ওই রাতেই বাসন থানায় মামলা করেন কনস্টেবল আশিকুর।