ঢাবি প্রতিনিধি:ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বনিম্ন রিকশা ভাড়া ১০ টাকা নির্ধারণ করেছে ডাকসু। এ নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার রাতে ডাকসুর সদস্য মো. তানভীর হাসান সৈকত ও নজরুল ইসলামের স্বাক্ষরে ভাড়ার এ তালিকা প্রকাশ করা হয়।
ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত বলেন, ১৫ মার্চ থেকে এই ভাড়া কার্যকর হবে। এটি ছিলো শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। এ নিয়ে ১০০ শিক্ষার্থী ও ৫০ রিকশাচালকের সঙ্গে কথা বলেছি। সবার মতামতের ভিত্তিতে ভাড়া নির্ধারণের চেষ্টা করেছি। ১৬টি জোন করা হয়েছে।