বরগুনা প্রতিনিধি : নবম ওয়েজবোর্ডে মফস্বল সাংবাদিকদের অর্ন্তভুক্তিকরণ ও দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বরগুনার একটি সাংবাদিক সংগঠন।
শনিবার সকাল ১০ টায় বরগুনা প্রেস ক্লাব চত্বরে বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের ব্যানারে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও ইত্তেফাকের দক্ষিন প্রতিনিধি আবদুল আলীম হিমু, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ প্রতিদিন বরগুনা জেলা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টু, সহসভাপতি ইনকিলাব এর ষ্টাফ রির্পোটার মোশাররফ হোসেন, যুগান্তর বরগুনা দক্ষিন প্রতিনিধি এম. মজিবুল হক কিসলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সহসভাপতি ভোরের কাগজের বরগুনা জেলা প্রতিনিধি সঞ্জিব দাসসহ ৬টি উপজেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় বরগুনা জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। পরে প্রেস ক্লাব হল রুমে আবদুল আলীম হিমুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, নবম ওয়েজবোর্ড ঢাকায় বাস্তবায়ন হলেও মফস্বলে হাতে গোনা দুই একটি পত্রিকা ছাড়া কোন সাংবাদিক বেতন ভাতা পায় না। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন, আমাদের ন্যায্য বাদী তারা দ্রুত বাস্তবায়ন করবেন।