নিজস্ব প্রতিনিধিঃবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক শনিবার বিকেলে ৫টায় অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে তিন সিটি করপোরেশন নির্বাচন, আগামী জাতীয় সংসদ নির্বাচন, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের ওপর হামলা ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।