হিজলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল উত্তর জেলার যুগ্ন সম্পাদক এ্যাড. তরিকুল ইসলাম দিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় অদ্য ১১/০৭/২০১৮ রোজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল উত্তর জেলা শাখার এক জরুরী সভা জেলা সভাপতি জনাব মেজবাউদ্দিন ফরহাদ এর সভাপতিত্বে তার বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় উত্তর জেলাধীন হিজলা উপজেলার বিএনপির রাজনৈতিক কর্মকান্ডকে গতিশীল করার লক্ষ্যে আহবায়ক কমিটি সংশোধনী এনে পুণরায় প্রকাশ করা হইল। সংশোধিত নতুন নাম সমূহ সিনিয়র যুগ্ম আহবায়ক (ক) এ্যাড. নুরুল আলম রাজু ,সিনিয়র যুগ্ম আহবায়ক (খ) এ্যাড. দেওয়ান মোঃ মনির হোসাইন ,যুগ্ম আহবায়ক মোঃ খলিলুর রহমান, মাষ্টার রুহুল আমিন সাজলু ,সদস্য মাহাতাব উদ্দিন কামাল মৃধা,ফজলুর হক তালুকদার ,নয়া রাজা সিকদার, ইউসুফ আলী রাড়ী,হানিফ দেওয়ান ,শাহিন খান, মজিবুল হক দেওয়ান ,মাহাতাব সিকদার, আরিফ হোসেন প্যাদা,মোফাজ্জেল হোসেন রিপন তালুকদার , মাহমুদ হোসেন পান্না হাজারী,জহিরুল হক তালুকদার, ছাদের হাওলাদার, জহিরুল ইসলাম সবুজ, কাওছার মাহমুদ, মহসিন সিকদার,শাহে আলম সরদার,আলম মন্নান রাড়ী ,আলম শরীফ সিকদার ,নজরুল ইসলাম সরদার ,রুহুল আমিন বাচ্চু,আলমগীর ফকির, আঃ রাজ্জাক মাঝি ,শুক্কুর আহমেদ মোল্লা।