নিউজ ডেস্ক : জনবল নিয়োগ দেবে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’(এনটিও) পদে নিয়োগ দেওয়া হবে। ব্যাংকে চাকরির আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন ব্যাংকটিতে।
আবেদনের যোগ্যতা
স্নাতকোত্তর বা স্নাতক পাস থাকতে হবে। তবে সিজিপিএ ৪-এর মধ্যে ৩ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫-এর মধ্যে ৪ থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
বেতন ও স্থান
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫০ হাজার টাকা। বাংলাদেশের যেকোনো স্থানে এই নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইটের (https://www.nrbcommercialbank.com/home/career) মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে ২৪ জুলাই ২০১৮ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস।