বিশেষ প্রতিনিধি :সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে”ছাই শিরোনামের একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী শামীম আশিক।
গানটির গীতিকার জহুর কবির বলেন, ভিন্নধর্মী কথার গানটিতে চমৎকার সুর করার পাশাপাশি কম্পোজ করেছেন শামীম অাশিক ভাই নিজেই। শামীম ভাইয়ের কম্পোজটি সম্পূর্ণ ডিফারেন্ট,কম্পোজিশনে ভেরিয়েশন আছে যা গানটির বাড়তি অলংকার বলবো। ঠিক যতোটা আশা করেছিলাম ততোটা পেয়েছি। গায়কীতে যারপরনাই মুগ্ধ হয়েছি। শ্রোতাদের জন্য গানটি নতুন চমক। গতো দুই মাস ধরে ব্যাপক শ্রম দিয়েছেন শামীম ভাই ।
শামীম অাশিক ভাইয়ের সাথে এটা আমার তৃতীয় কাজ। বৈশাখী সাউন্ডটেক থেকে “দুঃখ আমার ঘরের চালা “, গেলো ঈদে সুরাঞ্জলি থেকে “তোর কারণে ” গান দুটি রিলিজ হয়। গান দুটি প্রশংসিত হবার পর শুরু করি “ছাই ” শিরোনামের নতুন গানের কাজ। শ্রোতারা ভিন্ন কিছু পাবেন গানটিতে।
গানটি খুব শীঘ্রই রিলিজ দেয়া হবে খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। গানটি নিয়ে আমরা ভীষণ আশাবাদী। ব্যতিক্রমী ধরণের কথার গানটি সবার ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।