কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- মীম (৬) ও তার ভাই তামিম (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। মীমের বাবা জালাল সিকদার আর তামিমের বাবার নাম কামাল সিকদারের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার জুয়ায়েত খান লেলীন জানান, সকালে বাড়ির সামনের পুকুর পাড়ে দুইজন খেলছিলো। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। দুপুরের দিকে তাদের মরদেহ পানিতে ভেসে উঠলে সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি জানান, শিশু দুইটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।