নিজস্ব প্রতিনিধি: চাঞ্চল্যকর সুরভী লঞ্চের যাত্রী গার্মেন্টস কর্মী মোসাঃ সারমিন হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৮)। রবিবার (২১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করে র্যাব।
তবে তাৎক্ষনিকভাবে ঘাতকের নাম জানা যায়নি। এ ঘটনায় আজ সোমবার প্রেস ব্রিফিং করবেন র্যাব-৮ অধিনায়ক। যা আজ সকাল ১০ টায় র্যাব-৮ এর ব্যাটালিয়ন হেডকোয়ার্টার এ মিডিয়া রুমে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য শনিবার বরিশাল লঞ্চঘাটে ঢাকা থেকে আসা এমভি সুরভী-৮ লঞ্চে গার্মেন্টস কর্মী মোসাঃ সারমিন মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় দিনভর অভিযান চালিয়ে ঘাতককে গ্রেফতার করেছে র্যাব।