বগুড়া প্রতিনিধি:বগুড়ার সান্তাহারে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে স্থানিয়রা গণপিটুনি দিয়েছে। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করলে সে প্রাণে বেঁচে যায়।
রোববার (২১ জুলাই) সকাল ১০টায় পৌর শহরের লকু কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আফজাল হোসেন (৪২)।
সাজাপুর গ্রামের মেম্বার শফিক উদ্দিন মুঠফোনে জানান, আফজালের মাথায় গন্ডগোল রয়েছে। সে গত ১০দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে স্থানিয়রা গণপিটুনি দিচ্ছে খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে তার এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সে মানসিক ভারসাম্যহীন। তিনি সন্দেহজনক কাউকে দেখলে গণপিটুনি না দিয়ে পুলিশে দেওয়ার অনুরোধ জানান।