বিনোদন ডেস্ক:সংবাদের শিরোনাম দেখে পাঠক ভুল করে বসবেন হয়তো! তবে বাস্তবে ফাঁসির মঞ্চে ফাঁসিতে ঝূলার অপেক্ষায় নন আসিফ আকবর। ‘আমার বিশ্বাস’ শিরোনামের গানের মিউজিক ভিডিওতে ফাঁসির আসামি চরিত্রে আসিফকে দেখা যাবে। আর এতেই তাকে এভাবে দেখা যাবে।
বাংলা অডিও গানের যুবরাজ খ্যাত গায়ক আসিফ আকবর শুক্রবার (১৯ জুালাই) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দুইটি ছবি প্রকাশ করেছেন। সেখানে একটি ছবিতে অভিনেত্রী নিমা রহমানের সঙ্গে দেখা গেছে। আর বাকীটিতে দেখা গেছে ফাঁসির মঞ্চে দাড়িয়ে আছেন আসিফ। ছবির ক্যাপশনে মজা করে আসিফ লিখেছেন ফাঁসির আগে ম্যাজিষ্ট্রেট সাহেবের অনুমতি সাপেক্ষে একটি সেলফি। সেখানে তিনি পোষ্টটি সিরিয়াসলি না নিতেও অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈরের একটি শুটিং বাড়িতে এই গানের দৃশ্যধারণ করা হচ্ছে। ‘আমার বিশ্বাস’ শিরোনামের গানটির কথা লিখেছেন ইথুন বাবু। এর সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর। ভিডিওটির কাহিনী চিত্রনাট্য-পরিচালনা করছেন ফেরারী ফরহাদ।