কিশোরগঞ্জ প্রতিনিধি:স্কুলপড়ুয়া প্রেমিকাকে বাড়িতে একা পেয়ে তার সবকিছু লুটে নিয়েছে প্রতারক প্রেমিক। এ ঘটনায় পুলিশ ভণ্ড প্রেমিক পায়েলকে আটক করেছে।
কিশোরীগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের শরীফাবাদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর (১২) সঙ্গে পশ্চিম দলিরাম হাজীপাড়া গ্রামের আব্দুল গণীর লম্পট পুত্র কিশোরীগঞ্জ সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র পায়েল রহমানের (১৮) মন দেয়ানেয়ার এক পর্যায়ে গত বুধবার রাতে পায়েল ওই প্রেমিকার বাড়িতে যায় এবং তাকে ধর্ষণ করে।