বিশেষ প্রতিনিধিঃবেসরকারি সেচ্ছাসেবী সংস্থা আশা-বি.বাড়ীয়া (ভাদুঘর) জেলার ২৪ টি ব্রাঞ্চের ম্যানেজারদের অংশ গ্রহণে ষান্মাসিক সমন্বয় সভা গত ১৫ জুলাই ২০১৯ সোমবার জেলার ইসলামিক সেন্টারে অনুষ্টিত হয়। সিনিয়র জেলা ব্যাবস্থাপক মোঃ ইউনুচ আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাহিদ খান, এসিস্ট্যান্ট ডিরেক্টর, আশা ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন, এসিস্ট্যান্ট ডিভিশনাল ম্যানেজার।
তাছাড়া জেলার অডিটর মোঃ নজরুল ইসলাম, আরএম (খেলাপি) আশীষ রঞ্জন ধর, আরএম (কৃষি) আবু বকর সিদ্দিক সহ জেলার সকল আরএম ও এ এস ই উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলার ২৪টি ব্রাঞ্চের গতি-প্রকৃত বিশ্লেষন, কর্মকৌশন নির্দ্ধারন সহ সেবা প্রত্যাশী/সুবিধা ভোগীদের মানসম্মত সেবা প্রদান বিষয় প্রত্যেককে আন্তরিকতার সহিত কর্মকৌশল বাস্তবায়নে বিশেষ ভুমিকা রাখার পরামর্শ দেন এছাড়াও ঋন, সঞ্চয়, নিরাপত্তাবীমা, স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, রেমিটেন্স, মানি লান্ডারিং, আশা-ম্যাটস, ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।