চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আব্দুল হাকিম (৪২) নামে একজন মারাত্মক জখম হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধান্যঘরা গ্রামে এ ঘটনা ঘটে। বোমায় আব্দুল হাকিমের নিজ বসত ঘরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহত আবদুল হাকিম উপজেলার ধান্যঘরা গ্রামের মৃত আবুবকর মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আবদুল হামিকের বসতঘরের মধ্যে বোমা বিস্ফোরণের বিকট শব্দ হয়। বিস্ফোরিত বোমায় ওই ঘরের টিনের শেডের চালা উড়ে যায়।পরে স্থানীয়রা ঘরের মধ্যে থেকে গুরুতর আহতাবস্থায় হাকিমকে উদ্ধার করেন। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। জখম আবদুল হাকিমকে উদ্ধার করে পাঠানো হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, জখম আবদুল হাকিমের নামে থানায় একটি মামলা আছে। এ ছাড়া হাকিম বেশ কিছু দিন ঘরে নিজে বোমা বানিয়ে সন্ত্রাসীদের সরবরাহ করতেন বলে তথ্য পাওয়া গেছে।
বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। একই সঙ্গে তার স্ত্রীকেও গ্রেফতারের চেষ্টা চলছে