টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আলাউদ্দিন আল আজাদ নামে এক পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি সখীপুর উপজেলায় কর্মরত ছিলেন। রোববার (১৪ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার আশেরপুর এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ বাসুদেব সিনহা জানান, আলাউদ্দিন আল আজাদ হেঁটে আশেরপুর বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি তাকে চাপা দিয়ে সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়। পরে নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।