নিউজ ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ আর নেই। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুতে ভেঙে পড়েছেন সামাজিক মাধ্যমে ওঠে আসা আলোচিত-সমালোচিত হিরো আলম। তিনি বলেন, আমাদের ৬৮ হাজার গ্রাম বাংলার নিজেদের লোক ছিলেন এরশাদ। তাকে ভোলা যাবে না, এই বাংলাদেশের মানুষ তাকে ভুলতে পারবেন না।
তিনি আরো বলেন, আমি এরশাদের জন্য দোয়া ও মিলাদ দেব। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। খুব শীঘ্রই আমি তার জন্য মসজিদে মাগফিরাতের দোয়া করে নেব।
হিরো আলম গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করতে জাতীয় পার্টি থেকে মনোনয়ন সংগ্রহ করেন। দলের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন।
উল্লেখ্য, গত ২৬ জুন থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ৮৯ বছর বয়সী এরশাদ রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন