গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুরু হয়েছে ভোট গণনা। কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা।
প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে ভোট গণনা শেষে ধারাবাহিকভাবে কেন্দ্র ওয়ারি ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল। পরে কেন্দ্র ওয়ারি ভোট গণনা একত্রিত করে জেলা রিটানিং কর্মকর্তার নির্বাচনী কার্যালয় থেকে চুড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে।
এরআগে সকাল ৮টায় গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। সকালে বড় দু’দলের মেয়র প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দেন। অন্যান্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সিটি করপোরেশন এলাকার নিজ নিজ কেন্দ্রে ভোট দেন।
এদিকে গাজীপুর সিটিতে এই প্রথম ৬টি কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হয়েছে।
বিভিন্ন কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে। মহিলা ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়।
এদিকে প্রতিটি কেন্দ্রে ছিল কঠোর নিরাপত্তা। কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খরাবাহিনীর সদস্য মোতায়েন ছিল। এছাড়া সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় স্টাইকিং ফোর্স হিসেবে টহল দিয়েছে বিজিবি।