নিজস্ব প্রতিনিধিঃ জনগনের রায় মেনে নিতে প্রস্তুত আছি বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার সকাল সোয়া ৯টায় কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর বলেন, জনগণ তাদের ভোটের মাধ্যমে যে রায় দেবে সেই রায় আমি মেনে নিতে প্রস্তুত আছি। জয়কে জয় আর পরাজয়কে পরাজয় মেনে নিতে আমি মানসিকভাবে প্রস্তুত আছি।
তিনি বলেন, আমি বিশ্বাস করি গাজীপুরের মানুষ আমাকে ভোট দেবে। গাজীপুরে নৌকার বিজয় আনতে পারবো বলে আমি শতভাগ আশাবাদী।
নেতাকর্মীদের প্রতি কোনও নির্দেশনা আছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সব শ্রেণির ভোটাররা যাতে কেন্দ্রে ভোট দিতে আসতে পারে সেজন্য সবাইকে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছি।