স্পোর্টস ডেস্ক:প্রথমার্ধে ইয়েরি মিনার গোলে পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল কলম্বিয়া। ম্যাচের ৪০ মিনিটে কর্ণার থেকে পাওয়া বলে হেড করে গোলটি করেন তিনি। একই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাতিন আমেরিকার দেশটি।
এর আগে বিশ্বকাপের ৩২তম ম্যাচে মুখোমুখি হয়েছে পোল্যান্ড ও কলম্বিয়া। এইচ গ্রুপে কাজান এরিনায় তারা বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে নামে।
এই গ্রুপে পোল্যান্ড ও কলম্বিয়া ফেভারিট হলেও তারা নিজেদের প্রথম ম্যাচে হেরে যায়। জাপানের কাছে ২-১ ব্যবধানে কলম্বিয়া ও সমান ব্যবধানে সেনেগালের কাছে পরাজিত হয় পোল্যান্ড।
আজ দুই দলের পরাজিত দলটির বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। তাই এ ম্যাচে ফ্যালকাও, হামেসদের জন্য এক প্রকার ফাইনাল ম্যাচের মতই গুরুত্বপূর্ণ।