স্পোর্টস ডেস্ক :রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ১-০ তে এগিয়ে রয়েছে সার্বিয়া।
খেলার প্রথমার্ধের ৫ মিনিট যেতে না যেতেই দুর্দান্ত হেডে সুইস জালে বল জড়িয়ে দলকে ১-০ তে এগিয়ে দিলেন আলেকসান্দর মিত্রোভিচ।
বিশ্বকাপের এবারের আসর জয় দিয়েই শুরু করেছে বলকান অঞ্চলের দেশ সার্বিয়া। নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলের জয়ে মাঠ ছাড়া দলটি সুইসদের বিপক্ষেও জয়ের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে উঠে যাবে বিশ্বকাপের শেষ ষোলতে।
গত ১৭ জুন কোস্টারিকার বিপক্ষে আলেক্সান্দর কোলারভের একমাত্র গোলে জয় পেয়েছিল সার্বিয়া।