ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপিকে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্বাচিত করায় আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে এ আনন্দ মিছিল বের হয়ে প্রেস ক্লাবে এসে শেষ হয়। এসময় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মিষ্টি বিতরণ করা হয়।
এতে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি খন্দকার মোহতেশাম হোসেন বাবর, যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, শহর আওয়ামী লীগ সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, জেলা যুবলীগ আহ্বায়ক এএইচএম ফুয়াদ প্রমুখ।