বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে চলছে ফুটবল যুদ্ধ। তার আঁচ এসে পড়েছে কলকাতাতেও। ব্রাজিল-আর্জেন্টিনা, মূলত দু’টো দলের সমর্থনে গলা ফাটায়। আর এই হুজুগে বাদ নেই টলি পাড়াও।
অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা আর্জেন্টিনার সমর্থক। ছোটবেলায় ম্যারাডোনাকে পছন্দ ছিল তার। সে কারণেই নীল-সাদা জার্সিদের পছন্দ।
সায়ন্তনীর কথায়, শুটিং না থাকলে খেলা দেখি। মেসিকে আমার ভাল লাগে। তবে মেসির খেলা দেখলেও সায়ন্তনীর ক্রাশ হলেন অন্য এক ফুটবলার। তিনি কে জানেন?
হাসতে হাসতে সায়ন্তনীর জবাব, ছোটবেলায় তো আর্জেন্তিনা বুঝতাম না। তখন মোহনবাগান-ইস্টবেঙ্গল। আমরা বাঙাল। ইস্টবেঙ্গলের সাপোর্টার। আর ছোট থেকে ভাইচুংকে আমার দারুণ লাগে। আমার ক্রাশও বলতে পারেন।
ভাইচুং ক্রাশ হতে পারেন, তবে সায়ন্তনী গলা ফাটাবেন মেসির জন্যই।