ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ত্রিশালে ও শুক্রবার ভোরে তারাকান্দা উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্বপন ও আলী হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মো. আশিকুর রহমান ও ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় ঘটনাস্থল থেকে তিনটি রামদা ও ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, নিহত ওই ২ ব্যক্তি উপজেলা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি ছিলেন। তবে আলী হোসেনের নামে বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, চুরি ও পুলিশের উপর আক্রমণ সহ ২৫ টিরও বেশি মামলা রয়েছে। সে তারাকান্দা উপজেলার পানিহড়ি এলাকার সাহেদ আলীর ছেলে বলে জানা গেছে। কিন্তু স্বপনের সঠিক কোনো তথ্য জানাতে পারেনি ত্রিশাল থানা পুলিশ।