নিজস্ব প্রতিনিধিঃ ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবেই বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
ট্রাফিক সূত্র জানায়,অভিযানের সময় ৩ হাজার ১২৯টি মামলা ও ১৮ লাখ ২৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৩২টি গাড়ি ডাম্পিং ও ৪০২ টি গাড়ি রেকার করা হয়।
ডিএমপি আরো জানায়,উল্টোপথে চলাচলে ২৭৬টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রলিক হর্ণ ব্যবহারে ৩৫টি, হুইটার ও বিকন লাইট ব্যবহারের দায়ে ৩টি ও কালো গ্লাস লাগানোর অপরাধে ৩টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়া, অভিযানে ট্রাফিক আইন না মানার কারণে ১ হাজার ৯১৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১০৯টি মোটরসাইকেল আটক করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারের অপরাধে ৪৮টি ভিডিও মামলা ও ১৪টি সরাসরি মামলা দেয়া হয়।
নগরীতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ট্রাফিক বিভাগ।