নিজস্ব প্রতিনিধিঃ তিন সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে দলীয় সমর্থন পেতে পাঁচজন মনোনয়পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেয়া হয়। মনোনয়নপত্র গ্রহণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে রাজশাহী বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়নপত্র জমা দেন।
এরপর বরিশালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ ও আলী হায়দার বাবুল মনোনয়নপত্র জমা দেন।
সাড়ে ১১ টার দিকে সিলেটের রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) মনোনয়নপত্র জমা দেন।
পরে সাংবাদিকদের রিজভী বলেন, ইতোমধ্যে ৫ জন দলীয় সমর্থন পেতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি বলেন, বাকী যারা আছেন তারা বিকেল ৪টার মধ্যে জমা দিবেন।
বরিশালের মেয়র আহসান হাবীব কামাল ছাড়াও দক্ষিণ জেলা সভাপতি এবায়দুল হক চাঁন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সিলেটে আরিফুল হক চৌধুরী ছাড়া মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহসভাপতি প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
১০ হাজার টাকার মূল্যমানে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থী ও তাদের প্রতিনিধিরা।
আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে।