ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলায় ছড়িয়ে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। এসব স্থানের মধ্যে অন্যতম বালিয়াডাঙ্গি উপজেলার প্রাচীন আমগাছ। প্রায় ২শ’ বছরের পুরোনো এই আমগাছ দেখতে রোজ ভিড় করেন দর্শনার্থীরা। আমগাছটি সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি স্থানীয়দের।
আম গাছটির ডালপালা এমনভাবে ছড়ানো, যা দূর থেকে দেখলে মনে হয় প্রশস্থ একটি পাহাড় অথবা বাগান। প্রায় ২শ বছরের পুরনো এই সূর্যপুরী জাতের গাছটির কারনে স্থানটি ঠাকুরগাঁও জেলার দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।
জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দুরে বালিয়াডাঙ্গির মন্ডুমালা গ্রামে প্রায় দুই বিঘা জমি জুড়ে এই আমগাছ। গাছটি দেখতে প্রতিদিন আসেন দর্শনার্থীরা।
কিন্তু বালিয়াডাঙ্গির এই গ্রামে পর্যটকদের জন্য নেই তেমন কোন সুুযোগ-সুবিধা।
এদিকে ঠাকুরগাঁওয়ের দর্শনীয় স্থানগুলো সংরক্ষণে উদ্যোগ নেয়া হচ্ছে।
ঐতিহ্যবাহী আম গাছটি সংরক্ষন করে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি দর্শনার্থী ও স্থানীয়দের।