আমতলী প্রতিনিধি: আমতলীতে সোমবার রাতে মাদক বিরোধী ও ঈদ পুনমিলনী সাংস্কৃতিক সন্ধ্যা মেয়র করসার্ট -২০১৮ নতুন পৌর ভবনের সামনে অনুষ্ঠিত হয়। আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বিপিএম , পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন , আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন মিলন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জমান বাদল খান , কুকুয়া ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন মাসুম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.রেজাউল করিম শাহজাদা আকন, সহ প্রচার সম্পাদক কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সোবহান লিটন ও কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ প্রমুখ।