সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় শিয়াল মারার ফাঁদে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার শিরাশানি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিজিয়া বেগম শিরশনি গ্রামের শওকত আলী মোড়লের স্ত্রী।
এলাকাবাসী জানায়- বাড়ির পাশে মফিজুল ইসলামের পোল্ট্রি ফার্মে শিয়াল মারার জন্য বৈদ্যুতিক তারের ফাঁদ পাতে। সোমবার সকালে এই ফাঁদের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তালা থানার ওসি মেহেদি রাসেল। তিনি বলেন- এ ঘটনায় একটি মামলা হয়েছে।