বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:১৬ অপরাহ্ন

খালেদার চেয়ে এরশাদই আমার যোগ্য প্রতিদ্বন্দ্বী

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ জুন, ২০১৮
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃআগামী নির্বাচনে অংশ নিতে না চাইলেও দলের প্রয়োজনে সিদ্ধান্ত পাল্টাতে পারেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট সদর আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্য ও অর্থমন্ত্রী বলেন, এ আসনে জাতীয় পার্টির জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে।

আর এমনটি হলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারেন। তবে এই আসনের জন্য খালেদা জিয়ার চেয়ে এরশাদকেই যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে করেন এম এ মুহিত।

সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এর কারণ হিসেবে মুহিত বলেন, এরশাদের সময় সিলেটে অনেক উন্নয়ন হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার মানুষ ভালোভাবে ঈদ উদযাপন করেছেন। মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পেরেছেন।

এম এ মুহিত এর আগে বহুবার আগামী নির্বাচনে অংশ নেবেন না বলে সাফ জানিয়েছেন। তবে তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী চাইলে সেটা হবে ভিন্ন কথা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর