আমতলী প্রতিনিধি : ছাগলে মরিচ গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের রডের আঘাতে তৈয়ব আলী হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ঈদের দিন বিকেলে উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের হুলাটানা গ্রামে। এ ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হুলাটানা গ্রামের তৈয়ব হাওলাদারের ছাগলে ঘটনার ২ দিন আগে প্রতিবেশী শহিদুল ইসলাম হাওলাদারের মরিচ গাছের ক্ষেত নষ্ট করে। এ নিয়ে শনিবার ঈদের দিন বিকেলে শহিদুল ইসলাম ও তৈয়ব আলী হাওলাদারের মধ্যে বাক বিতন্ডা হয়্। বাক বিতন্ডার এক পর্যায় শহিদুলের ছেলে মাছুম এসে তৈয়ব আলীর মাথায় রড দিয়ে আঘাত করে। রডের অঅঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি পুলক চন্দ্র রায় ঘটনার সত্যতা স¦ীকার করে জানান, তৈয়ব আলীর স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে ৩ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার রাতেই অভিযুক্ত শহিদুল হাওলাদার,ছেলে মাছুম বিল্লাহ (২২) ও স্ত্রী হাজেরা বেগম (৪০)কে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।