নিজস্ব প্রতিনিধিঃসরকারি সাপ্তাহিক ছুটির মাঝে ঈদ হওয়ায় উৎসবের ছুটি ছিল মাত্র একদিন। তবুও প্রথম কার্যদিবসে সরকারি অফিসগুলোতে উপস্থিতি ছিল না চোখে পড়ার মতো।
ঈদ উল ফিতর উপলক্ষে গত ১৫ জুন (শুক্রবার) থেকে সরকারি ছুটি শুরু হয়। আর শেষ হয় ১৭ জুন (রোববার)। সোমবার সরকারি অফিস-আদালত খোলা থাকলেও, রাজধানীর ব্যাংক পাড়া মতিঝিলে ছিল ছুটির আমেজ। সরকারি-বেসরকারি ব্যাংকের শাখাগুলোতে নেই তেমন উপস্থিতি।
এদিকে নগরীর রাস্তাগুলো সোমবারও ছিল প্রায় ফাঁকা। সকালের দিকে কিছু গাড়ি চলতে দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যায় বেশিরভাগ রাস্তা। সরকারি ছুটি শেষ হলেও, অনেকেই এখনো ফেরেননি ঢাকায়।
মতিঝিলের এক ব্যাংক কর্মকর্তা বলেন, এবার ছুটি ছিল কম, তবে অনেকে বাড়তি ছুটিও নিয়েছেন। এ কারণেই নগরী এখনো ফাঁকা।
তিনি বলেন, বেশিরভাগ ব্যবসায়ী দেশের বাইরে অথবা ঢাকার বাইরে রয়েছেন। বেসরকারি অনেক অফিস এখনো স্বাভাবিক হয়নি। যার কারণে আগামী সপ্তাহের আগে ব্যাংকগুলো জমবে না। সবাই ঢিলেঢালাভাবেই অফিস করবেন।
এদিকে ঈদে ছুটি না পাওয়া অনেকে গতকালও বাড়ি গেছেন। সব মিলিয়ে আগামী রোববার থেকে কর্ম চাঞ্চল্য ফিরে পাবে চিরচেনা রাজধানী ঢাকা।