বিনোদন ডেস্ক :বলিউডে অভিনয়ের আগেই শাহরুখ কন্যা সুহানার রূপ, গ্ল্যামার যেন ঠিকরে পড়ছে। সম্প্রতি ভাইরাল হওয়া সুহানার একটি ছবিতে মজেছে গোটা সোশ্যাল মিডিয়া৷
গৌরি খান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে। পরে তা ভাইরাল হয়। স্বাভাবিকভাবেই চোখ চলে যাচ্ছে সুহানার দিকে। সিলভার রঙের শর্ট ড্রেস পরেছেন সুহানা। চুলে হালকা কার্লস, সঙ্গে মিনিমাল মেকআপ। এতেই বাজিমাত।
এই ছবি দেখার পর সুহানা রীতিমত সবার নজরে। মায়ের পাশে দাঁড়িয়ে তাকেও মায়ের মতোই ফ্যাশানেবল লাগছে। লন্ডনে আরডিংলি কলেজের ফাইনাল ইয়ার পার্টিতে মায়ের সঙ্গে ছবি তুলেছেন সুহানা।
গৌরি খানের পোস্ট করা সেই ছবিটা শাহরুখ খান শেয়ার করে লিখেছেন, ‘‘একটা লাইন পড়ছিলাম একটু আগে, ‘জীবন কখনও ম্যানুয়ালের সঙ্গে আসে না। আসে মায়ের সঙ্গে’ আর তারপরই ওদের ছবিতে চোখ পড়ল। সত্যি তাই। লাইনটার সঙ্গে মিল খুঁজে পেলাম।’’