নিউজ ডেস্ক:গবেষণা বলছে, অর্ধেক পুরুষ চেনেন না যোনিপথ। ডায়াগ্রাম দেখে ৫০ শতাংশ পুরুষ চিনতেই পারেননি নারী শরীরের এমন গুরুত্বপূর্ণ অঙ্গ।
নারী-পুরুষ সম্পর্কের অনেকটা অংশজুড়েই থাকে শরীর। কিন্তু ইংল্যান্ডের মতো দেশেও স্ত্রী যৌনাঙ্গ নিয়ে কোনো ধারণাই নেই অর্ধেক পুরুষের। সম্প্রতি গাইনোকোলজিক্যাল ক্যান্সার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য ইভ অ্যাপিল’ একটি সমীক্ষা চালায়। সেখানে ২০০০ ব্রিটিশ নাগরিককে নারী প্রজনন ব্যবস্থার ডায়াগ্রাম দেখিয়ে ‘ভ্যাজাইনা’ অর্থাৎ ‘যোনিপথ’ চিহ্নিত করতে বলা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর রিপোর্ট অনুসারে ৫০ শতাংশ পুরুষ সেটা পারেননি।