স্পোর্টস ডেস্ক:রোববার রস্তভ অ্যারেনায় মুখোমুখি হচ্ছে শিরোপাপ্রত্যাশী ব্রাজিল ও সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। কোচ তিতের একাদশে থাকছেন নেইমার। অন্যদিকে সুইস কোচ পেত্রোভিচ ভ্লাদিমির দলে রেখেছেন তারকা স্ট্রাইকার জর্ডান শাকিরিকে।
ব্রাজিলের একাদশ : মআলিসন, দানিলো, থিয়াগো, মিরান্দা, মার্সেলো, কাসেমিরো, পাওলিনহো, কুতিনহো, উইলিয়ান, নেইমার ও জেসুস।
সুইজারল্যান্ড একাদশ :ইয়ান সোমার, মানুয়েল আকানজি, হারিস সেফেরোভিচ, স্তেফান লিখস্টাইনার, গ্রানিত ঝাকা, ভালোন বেহরামি, রিকার্দো রদ্রিগেজ, স্তেভেন জুবার, হেরদান শাকিরি, ফাবিয়ান শায়ের।