বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:৫৯ অপরাহ্ন

কোস্টারিকা সার্বিয়া ম্যাচের একাদশ

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ জুন, ২০১৮
  • ১২৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :চলছে বিশ্বকাপের জমজমাট আসর। যেখানে আজ রয়েছে তিনটি খেলা। রোববার `ই` গ্রুপের হয়ে বিকাল ৬ টায় মাঠে নেমেছে কোস্টারিকা আর সার্বিয়া। যে গ্রুপে রয়েছে ব্রাজিল, সুইজারল্যান্ডের মতো দল।

গত বিশ্বকাপে চমক দেখিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল কোস্টারিকা। তবে সেবার বিশ্বকাপে জায়গায় পায়নি সার্বিয়া। ২০১০ সালে সর্বশেষ বিশ্বকাপ খেলা দলটি বাদ পড়েছিল গ্রুপপর্ব থেকেই।

তবে বিশ্বকাপের আগে গা গরমের ম্যাচে চিলির কাছে ১-০ গোলে হারলেও পরের ম্যাচে বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেয় সার্বিয়া। কোস্টারিকা অবশ্য প্রস্তুতি ম্যাচে তেমন ভালো করতে পারেনি। নর্দার্ন আইল্যান্ডকে হারালেও ইংল্যান্ড এবং বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপে পা রেখেছে তারা।

কোস্টারিকা একাদশ :

কেইলর নাভাস, জনি অ্যাকোস্টা, গিয়ানসার্লো গঞ্জালেজ, অস্কার দুয়ার্তে, ক্রিশ্চিয়ান গ্যাম্বোয়া, সেলসো বোর্গেস, ডেভিচ গুজম্যান, ফ্রান্সিসকো স্যাল্ভো, ব্রায়ান রুইজ, ইয়োহান ভেনেগেজ, মার্কো ইউরেনা।

সার্বিয়া একাদশ :

ভ্লাদিমির স্টোজকভিক, ব্রানিস্লাভ ইভানোভিক, নিকোলা মিলেনকোভিক, দুসকো টসিক, অ্যালেকজান্ডার কোলারভ, লুকা মিলিভোজেভিক, নেমাঞ্জা মেটিক, সার্গেই মিলিনকোভিক-সাভিক, দুজান তাদিক, আলেকজান্ডার মিত্রোভিক, অ্যাডেম এলজাজিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর