বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:৫৭ অপরাহ্ন

বাকেরগঞ্জ ট্রলার ডুবে নিখোঁজ ৩

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ জুন, ২০১৮
  • ১৩২ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কারখানা নদীতে খেয়া পারাপারের সময় ট্রলার ডুবে শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়ন সংলগ্ন ডিসি রোড পন্টুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানার ওসি মো. মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিখোঁজদের পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি।

ওসি মাসুদুজ্জামান বলেন, খেয়া পারাপারের জন্য ট্রলারটি নদীর ঘাটের পন্টুনে বাঁধা ছিল। নদীর অপর প্রান্তে কবাই ইউনিয়নে যাওয়ার জন্য ৩০ থেকে ৩৫ জন যাত্রী ট্রলারটিতে উঠে।

এ সময় নদীর পাড়ের মাটির একটি বড় অংশ ভেঙে ট্রলারটির উপর পড়লে ট্রলারটি ডুবে যায়।

নৌকার বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়। তাদের উদ্ধারে নদীতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর