সিলেট প্রতিনিধিঃ সিলেটের শিবগঞ্জে ছুরিকাঘাতে মসিউর রহমান তাহসীন (১৭) নামে এক কলেজছাত্রকে খুন করেছে দুর্বৃত্তরা। সিলেটের শাহপরান থানার ওসি আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর শিবগঞ্জে এ ঘটনা ঘটে। নিহত যুবক স্কলার্সহোম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
ওসি আক্তার হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১০টায় শিবগঞ্জের মিতালী ফার্মেসির বিপরীতে মসিউর রহমান তাহসীনের ওপর দুর্বৃত্তরা হামলা করে। এসময় ছুরি দিয়ে তাকে আঘাত করে। পরে স্থানীয়রা তাহসিনকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তবে হামলার কারণ জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।