বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:৪৪ অপরাহ্ন

শাহরুখের দুঃখ প্রকাশ!

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ জুন, ২০১৮
  • ১২০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :বর্তমানে বলিউড বাদশাহ শাহরুখ খান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আসন্ন ‘জিরো’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছে। যার কারণেই তিনি এবার ঈদে তার বাড়ি ‘মান্নাত’ এর বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানাতে পারেন নি। আর তাই দুঃখ প্রকাশ করেছেন বলিউডের এ নায়ক।

বলিউড বাদশাহ সঙ্গে ব্যস্ততার সঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা আর ছেলে আব্রাম খান। সারাদিন শুটিং শেষে তিনি পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। তবে এ কথা বলাই যায় ‘মান্নাত’র পার্টি এবার যুক্তরাষ্ট্রে হয়েছে।

এদিকে, ঈদ উপলক্ষে ছেলে আব্রাহামকে নিয়ে একটি ছবি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানাতে ভুলেন নি শাহরুখ খান। ঈদের দিন ‘মান্নত’ এ ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের যে ঐতিহ্য রয়েছে তা এবার না হওয়ায় গতকাল এক টুইট বার্তায় দুঃখ প্রকাশ করেছেন।

তিনি আরো লিখেছেন, ভালোবাসা সব সময় চোখে থাকে। আমাদের চোখেও আপনাদের জন্য ঈদের ভালোবাসা। ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ আপনাদের সবার জীবনে সুখ আর শান্তি বয়ে আনুক।

ঈদ উপলক্ষে শাহরুখ খানের নতুন ছবির একটি টিজার এসেছে। ‘জিরো’ ছবির টিজারে শাহরুখ একা নন, বন্ধু সালমানকে নিয়ে হাজির হন তিনি। আর সবাইকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর