নিজস্ব প্রতিনিধিঃ ব্যস্তময় এই শহরে স্বস্তির সাক্ষাতে সবাই ছুটছি দিগ্বিদিক। কর্মব্যস্ত নগরে ছোটাছুটির গন্তব্য অনেকটা নির্ধারিত। শপিংমল, পার্ক ও বিনোদন কেন্দ্র গুলোতেই থাকে সবার ঝোঁক। তবে এগুলোরও রয়েছে ছুটির ঝামেলা। আজ আপনি ফ্রি থাকলেও পছন্দের জায়গাটি কি খোলা আছে? এমন জটলা প্রতিনিয়তই সামনে আসে।
তবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকা এবং মার্কেট বন্ধ থাকলেও, খোলা থাকছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো।