রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন

মুক্তি পেল ‘কাগজের ফুল’

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ জুন, ২০১৮
  • ১২৫ বার পড়া হয়েছে

বিনোদন:ইউটিউব চ্যানেল আই মিডিয়ায় মুক্তি পেল মিউজিক ভিডিও ‘কাগজের ফুল’।

শুক্রবার সন্ধ্যায় মুক্তি পাওয়ার পরই বেশ সাড়া ফেলেছে ভিডিওটি।

গানের কথা লিখেছেন নব্বইয়ের দশকের অন্যতম কবি বীরেন মুখার্জী।

এতে কণ্ঠ দিয়েছেন প্রজন্মের শিল্পী বৃষ্টি মনি। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন যথাক্রমে মাহফুজ ইমরান এবং ভারতের নাজমুল হক। ভিডিওতে মডেল হয়েছেন কণ্ঠশিল্পী বৃষ্টি মনি এবং ডা. শফিকুল ইসলাম ওয়াজিব।

আই মিডিয়ার কর্ণধার এসডি প্রিন্স বলেন, ভালো লিরিকের অভাববোধ থেকেই প্রকৃত কবির গীতিকবিতা নিয়ে কাজ করছি। বীরেন মুখার্জীর গানের কথাগুলো ভিন্নস্বাদের। তার ‘সারথি, এ শহর আমার নয়’, ‘একলা দুপুর একলা ভীষণ’, নিশি রাতে ফোটে যত রাতজাগা ফুল’ ইত্যাদি গান নিয়েও ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে।

কবি বীরেন মুখার্জী জানান, কবিতার পাশাপাশি তিনি গীতিকবিতা লিখে চলেছেন দীর্ঘদিন। তবে এটিই তার প্রথম সুরারোপিত গীতিকবিতা। ‘কাগজের ফুল’ শিরোনামের রোমান্টিক গীতিকবিতাটি একটি খ- নাটকের সূচনাসংগীত হিসেবে ২০১৩ সালে লেখা হয়েছিল। অনিবার্য কারণে নাটকটি নির্মিত হয়নি। তবে এসডি প্রিন্সের পরিচালনায় গানটির সুর, সংগীতায়োজন ও ভিডিওধারণ অনন্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রজন্মের শিল্পী বৃষ্টি মনিও খুব দরদ দিয়ে গানটি গেয়েছেন। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে তিনি আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর