স্পোর্টস ডেস্ক : ফুটবলের বিশ্বপরাশক্তি আর্জেন্টিনার সঙ্গে সমানে সমান লড়ছে আইসল্যান্ড। খেলার বিশ মিনিটের মাথায় আর্জেন্টিনার স্ট্রাইকার আগুয়ারার গোলে এগিয়ে গেলেও কয়েক মিনিট পরেই সমতায় ফেরে আইসল্যান্ড। এক এক গোলে ড্র হয়েছে খেলা। বর্তমানে বেশ চাপে রয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
খেলার শুরু থেকেই আর্জেন্টিনা বেশ চাপে রাখলেও বর্তমানে খেলার মোড ঘুরে গেছে। বেশ চাপে রয়েছে মেসিরা।
উভয় দলের একাদশে যারা
আর্জেন্টিনা: কাবায়েরো, তালিয়াফিকো, মাসেরানো, ওটামেন্ডি, মার্কস রোহো, সালভিও, বিলিয়া, ডি মারিয়া, মেজা, মেসি, আগুয়েরো।
আইসল্যান্ড: হ্যালডারসন, বিরকির মার সায়েভারসন, র্যাগনার সিগার্ডসন, ক্যারি আরনার্সন, হোর্ডার ম্যাগনাসন, জোহান বার্গ গুডমান্ডসন, বিরকির জারনাসন, গিলফি সিগার্ডসন, অ্যারোন গুনারসন, এমিল হ্যালফ্রেডসন, আলফ্রেড ফিনবোগাসন।