রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:২৩ অপরাহ্ন

শিল্পমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ জুন, ২০১৮
  • ১২১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে ঈদের নামাজ শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মসজিদের খতিব মুফতি মাওলানা রফিকুল ইসলাম এতে ইমামতি করেন। একই স্থানে সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত।

এছাড়া ডিসি মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, এসপি মো. জোবায়দুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লা পনির ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ এখানে নামাজ আদায় করেন।

এছাড়াও নেছারাবাদ মাদরাসা ময়দান, মদিনা মসজিদ, পুলিশ লাইন, উপজেলা পরিষদসহ জেলার চার শতাধিক জামে মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর