রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:১৫ অপরাহ্ন

আর্জেন্টিনার প্রথম গোল

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ জুন, ২০১৮
  • ১১৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : খেলার বিশ মিনিটের মাথায় আগুয়ারের অসাধারণ শটে প্রথম গোল পায় আর্জেন্টিনা। খেলার শুরু থেকেই একের পর এক আক্রমন চালিয়ে যায় আর্জেন্টিনা কিন্তু কোনো গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে স্ট্রাইকার আগুয়ারা সেই কাজটি করে দিলেন। তবে এর কয়েক মিনিট পরেই আইসল্যান্ড গোলটির শোধ নিয়ে নেয়। ১+১ গোলে চলছে এখন খেলা।

রাশিয়া বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছে আইসল্যান্ড। খেলাটি বাংলাদেশ সময় ৭ টায় শুরু হয়েছে।

উভয় দলের একাদশে যারা

আর্জেন্টিনা: কাবায়েরো, তালিয়াফিকো, মাসেরানো, ওটামেন্ডি, মার্কস রোহো, সালভিও, বিলিয়া, ডি মারিয়া, মেজা, মেসি, আগুয়েরো।

আইসল্যান্ড: হ্যালডারসন, বিরকির মার সায়েভারসন, র্যাগনার সিগার্ডসন, ক্যারি আরনার্সন, হোর্ডার ম্যাগনাসন, জোহান বার্গ গুডমান্ডসন, বিরকির জারনাসন, গিলফি সিগার্ডসন, অ্যারোন গুনারসন, এমিল হ্যালফ্রেডসন, আলফ্রেড ফিনবোগাসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর