নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আজ (শনিবার) মানুষের ঢল নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আজিমপুর পুরাতন কবরস্থানে। পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়েই মানুষ দাদা-দাদী, নানা-নানী, বাবা-মা, স্ত্রী, ছেলে ও মেয়েসহ আত্নীয়স্বজনের কবর জিয়ারত করতে সেখানে ছুটে আসেন।
আগত প্রায় সবাইকে চুপচাপ স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে কোরআন-হাদিস পাঠ ও দোয়া দরূদ পাঠ করে মোনাজাত করতে দেখা যায়। কেউ কেউ আবার পরিচ্ছন্ন কর্মীদের ডেকে কবরগুলোতে ঘাস লাগিয়ে সুন্দর করার জন্য খরচাপাতি দেন।
বিজিবি ৩ নম্বর গেট সংলগ্ন নীলক্ষেত রোডের বাসিন্দা মানিক সরদার বাবা-মা, স্ত্রী ও ভাইবোনসহ আত্নীয়স্বজনের কবর জিয়ারত করতে এসেছেন। গত বছর তার স্ত্রী মারা যান। তিনি জানান, এ কবরস্থানে তাদের অসংখ্য স্বজনের কবর রয়েছে। বাসা কাছে হওয়ায় নিয়মিত কবর জিয়ারত করতে আসেন তিনি।
সরেজমিন পরিদর্শনকালে আজিমপুর কবরস্থানের উত্তর ও দক্ষিণ দিকের গেটে বিপুল সংখ্যক ভিক্ষুক দেখা যায়। যারাই কবর জিয়ারত করতে আসছিলেন তাদের প্রায় সবাই দান খয়রাত করছিলেন। ঈদের দিনে দান-খয়রাত বেশি পাওয়ায় ভিক্ষুকদের মুখে হাসি দেখা যায়।