রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ন

নড়াইলে ঈদের নামাজ আদায় করলেন মাশরাফি

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ জুন, ২০১৮
  • ১৩৯ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি:বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা নিজ জেলা নড়াইলে ঈদের নামাজ আদায় করেছেন।

শনিবার (১৬ জুন) সকাল ৮টায় নড়াইল পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন তিনি। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

পৌর ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএমসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।

ঈদের নামাজ শেষে আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় শেষে তিনি নানা বাড়ির পাশের কবরস্থানে নানা-নানীর কবর জিয়ারত করেন। এরপর মামার বাড়িতে ঈদের দিনের পুরো সময়টা কাটাবেন মাশরাফি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর